প্লাবন শুভ, ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৫৮ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ৩৫২ টাকা ৩ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) সকাল ১১টায় পৌর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন।
বাজেটে উন্নয়ন খাত থেকে ৩৩ কোটি ১০ লাখ টাকা এবং রাজস্ব খাত থেকে ৫ কোটি ২ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা আয় ধরা হয়েছে। সর্বমোট ৩৮ কোটি ১২ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। এছাড়াও রাজস্ব ও উন্নয়ন প্রারম্ভিক স্থিতি ২০ কোটি ৪৮ লাখ ৭৯ হাজার ৮৫২ টাকা। বাজেটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, প্রধান নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্যানেল মেয়র হারান দত্ত, পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারি, সুধীজনসহ ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: